রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
UB | ২৮ এপ্রিল ২০২৫ ১৭ : ০৪Uddalak Bhattacharya
উদ্দালক
বাংলা সাহিত্যে মহিলা গোয়েন্দার উপস্থিতি সুপ্রাচীন। প্রভাবতী দেবী রচিত কৃষ্ণা ইদানিং ফের আলোচনায় ফিরেছে। সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসি সেই তালিকায় আধুনিক সংযোজন, যা বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায়, সাহিত্যে না হলেও ওটিটি-তে এ বার যুক্ত হলেন চারুলতা। ডিটেকটিভ চারুলতা। চারুলতা নামটা শুনলেই প্রথমেই মনে পড়ে রবীন্দ্র সাহিত্যের মেয়েলি এক চরিত্রের কথা। যার চাল-চলন, কথাবার্তায় 'নারী' সুলভ ভাব ছিল প্রধান, সেই যেন তাঁর সৌন্দর্য। কিন্তু এর কোনওটাই জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ চারুলতা-এর নেই। কিন্তু যা আছে, বাংলা বিনোদনের ইতিহাস তা দেখেনি। আর সেই কারণেই এই ওয়েবসিরিজ বাকিগুলির ভিড়ে অনেকটা আলাদা।
জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিরিজটি দেখা যাচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। ছবির গল্প ও চিত্রনাট্য রচনা করেছে সৌমিত দেব। বিবাহযোগ্যা মেয়ের অভিভাবক মামা ও মামিমা। মা-বাবাকে হারানো চারুলতা থাকেন মামার সঙ্গেই। চারুলতা আগাগোড়া ভাল পড়ুয়া। সে ক্রিমিন্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। আর সেই শিক্ষা ও প্রবল আগ্রহের তাগিদে শেষ পর্যন্ত তৈরি করেছে নিজের গোয়েন্দা সংস্থা। ফেলুদার যেমন ভাইপো অ্যাস্টিট্যান্ট, এ ক্ষেত্রে অ্যাস্টিট্যান্ট ভাগ্নে। এখানে ভিলেনের ছদ্মবেশে থাকাকালীন নাম হেমাঙ্গ হাজরা।
বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধ। ফেলুদা, ব্যোমেকেশের পাশাপাশি বিভিন্ন সময়ে, বিভিন্ন পাঠকের কথা মাথায় রেখে বাংলায় গোয়েন্দা সাহিত্য রচিত হয়েছে। আর স্বাভাবিক ভাবে, আরও অনেক মধ্যবিত্ত পরিবারের পড়ুয়া ছেলেটি বা মেয়েটি কখনও না কখনও সেই সাহিত্যের স্বাদ নিতে নিতে ভেবেছে, সে বড় হয়ে গোয়েন্দা হবে। ডিটেকটিভ চারুলতা আসলে গাঁথা বাঙালির এই নস্ট্যালজিয়ার উপর। এই সিরিজ বারংবার সেই নস্টালজিয়াকে উস্কে দেয়। হত্যার পদ্ধতি-প্রকরণ থেকে শুরু করে ভিলেনের নাম, হত্যার পদ্ধতি, সব কিছুতেই এসেছে বাংলা সাহিত্যের বিভিন্ন গোয়েন্দা গল্পের অনুষঙ্গ। আর সেই মুন্সিয়ানা দেখিয়ে অবশ্যই বাহবার যোগ্য চিত্রনাট্য লেখক সৌমিত দেব।
সিরিজে চারুলতা মিত্র চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ফাইটিং সিকোয়েন্স থেকে শুরু করে হাসি-ঠাট্টা, বুদ্ধিদীপ্ত চটপট উত্তর দেওয়ার দৃশ্য বা পরিবারের সঙ্গে একেবারে ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য, সবতেতেই বারবার নিজেকে এপার-ওপার করে সুরঙ্গমা চরিত্রকে করে তুলেছেন জীবন্ত। সুরঙ্গনার ভাগ্নে তপুর চরিত্রে অভিনয় করেছে দেবমাল্য গুপ্ত। তিনিও যোগ্য সঙ্গত দিয়েছেন। উল্লেখযোগ্য নজরকাড়া অভিনয় করেছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। আপাত ব্যর্থ পুলিশ অফিসারের ভূমিকায় একদিকে তিনি যেমন মজায় নজর কেড়েছেন, তেমনই তাঁর ভিতর ফুঁড়ে বেরিয়ে এসেছে আবেগও। কেবল এক্সপ্রেশনে যেভাবে তিনি দর্শকের অন্তরে দ্রুত প্রবেশ করে গিয়েছেন, তা দেখলে সত্যি অভিনেতা হতে ইচ্ছা হয়। উল্লেখ্য, সুরঙ্গনা ও অনুজয় দু'জনেই থিয়েটারের নিয়মিত অভিনেতা। তাঁদের দীর্ঘকালীন অনুশীলন ও ট্রেনিংয়ের ফল স্পষ্ট হয়েছে ক্যামেরায়।
গল্প বলে দেওয়াটা কোনও সমালোচনা লেখার উদ্দেশ্য হতে পারে না। সেই কারণে, কোথা থেকে কী হল, পাঠককে বুঝতে হলে দেখতে হবে এই সিরিজ। গোয়েন্দাপ্রিয় বাঙালিকে চারুলতার চাকচিক্য হতাশ করবে না বলেই মনে হয়।
নানান খবর

নানান খবর

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

রক্ত, প্রেম আর প্রতারণা নিয়ে ফিরছে ‘হাসিন দিলরুবা ৩’! ‘রানি’ তাপসীর নিশানায় এবার কে?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!